Posted in

ভাঙল ১২৫ বছরের গরমের রেকর্ড, মাথায় হাত দিলেন পরিবেশবিদরা!

গরমের নতুন রেকর্ড। মাথায় হাত পড়ল আববিদদের। ফেব্রুয়ারি মাসে গরমের নতুন রেকর্ড তৈরি করে ফেলল ভারত। ১২৫ বছরের রেকর্ড ভেঙে গেল। ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে উষ্ণতম ফেব্রুয়ারি দেখেছিল ভারত। তবে চলতি বছরের গরম সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে।

আইএমডি জানিয়ে দিয়েছে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রধানত গরমকে ধরা হয়ে থাকে। সেখানে চলতি বছরে গরম নতুন রেকর্ড তৈরি করতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে গরম এবার যে দাপট দেখাবে তাকে অবহেলা করা যাবে না।

জানুয়ারি মাসে চলতি বছরে যে গরম ছিল তা ১৯০১ সালের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে যে গরম পরিবেশ ছিল সেটা ছিল একটি রেকর্ড। তাকেও ভেঙে দিয়েছে ২০২৫ সালের গরম। এরপর ফেব্রুয়ারি মাসে যে শীতের পরিবেশ থাকার কথা ছিল সেখানে ফের ভাগ্যে জুটেছে গরম।


আগামী কয়েক মাসে এই গরমের মাত্রা আরও বাড়বে বলেই সতর্কবার্তা দিয়েছেন আববিদরা। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে বিরাট গরমের দাপট দেখা যাবে। ভারতে ফেব্রুয়ারি মাসে গড় তাপমাত্রা বেড়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় ১.৩৪ ডিগ্রি বেশি। রাতের দিকে তাপমাত্রা খানিকটা নিচের দিকে থাকলেও দিনের বেলা তাপমাত্রার এই হেরফের খুব খারাপ ইঙ্গিত দিয়েছে। ১৯০১ সালের পর এই উষ্ণতম ফেব্রুয়ারি মাসের খেলা দেখে চিন্তায় সকলেই।


পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন মার্চ মাস অন্যবারের তুলনায় অনেক বেশি উষ্ণ হবে। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে যেতে পারে। দেশের প্রায় সমস্ত প্রান্তে এই তাপমাত্রা অনুভব করবেন সকলেই। মধ্য, উত্তর এবং পূর্ব ভারতের বাসিন্দারা এই গরম বাতাসের দাপট অনেক বেশি করে বুঝতে পারবেন। 


গরমের ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়বে। পাশাপাশি প্রবীণ ব্যক্তি এবং শিশুদের বাড়তি অসুবিধা তৈরি হবে। চিকিৎসকরা মনে করছেন গরমের ফলে হিটস্ট্রোক, দেহে জলের অভাব এবং দুর্বলতা বাড়বে। ফলে এবিষয়ে সকলকে আগে থেকেই সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *